আদালত সূত্র জানায়, এ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন বিচারক। মো. আলম, মো. মহিউদ্দিন ওরফে গোলাপ এবং হাসান ওরফে কিরিচ হাসানকে ২ দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। অন্যদিকে মোবারক হোসেন বাপ্পী, মো. শাহীন ও মো. কামরুল ইসলামকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রাজবাড়ীতে হঠাৎ গায়েব ইমাম-মুয়াজ্জিনরামামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই মো. রমিজ উদ্দিন আদালতে দাখিল করা আবেদনে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যায় কারও ইন্ধন বা কন্ট্রাক্ট কিলিংয়ের বিষয় জড়িত কিনা, তা জানতেই আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক আসামিদের শনাক্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের স্বার্থেও তাদের রিমান্ড জরুরি।গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে আলীনগর এলাকায় রমিজ সওদাগরের দোকানের সামনে পিন্টুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...