ঢাকা:বিক্ষোভে উত্তাল নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। সেখানকার মর্মান্তিক প্রাণহানির জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করছে ঢাকা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, নেপালে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ আশা করে যে সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যে কোনো মতপার্থক্য নিরসনের জন্য শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করবে। নেপালের দীর্ঘস্থায়ী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে বাংলাদেশ নেপালের স্থিতিশীল জনগণের শান্তি পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষমতার...