উল্লেখ্য, ডাকসু ও হল সংসদের আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই। এ নিয়ে এক ধরনের ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়। নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মানে হলো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এ জন্য প্রথম আলো আবারও কথা বলেছে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তিনি জানান, ডাকসুর প্রার্থীরা যে যেই হলে সংযুক্ত, সেই হলের কেন্দ্রে ঢুকতে পারবেন। এ ছাড়া অন্য কোনো হলে প্রার্থীরা যেতে পারবেন না। এ ধরনের একটা নির্দেশনা তাঁদের দেওয়া ছিল। কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘আমাদের ওপর প্রটোকল ঠিক করে দেওয়া ছিল যে প্রার্থী অন্য কেন্দ্রে যেতে পারবেন না, মানে...