সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠেছে এশিয়া কাপের ১৭তম আসরের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে এবারও থাকছে টানটান উত্তেজনা। টুর্নামেন্ট শেষে জয়ী হবে একটি দল। যারা নিজেদের এশিয়ার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এশিয়ার সেরার ব্যাট-বলের এই যুদ্ধে প্রাইজমানি নিয়ে কৌতূহলী ক্রিকেটপ্রেমীরা। ক্রীড়াভিত্তিক একাধিক গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে, চ্যাম্পিয়ন, রানার্সআপ, টুর্নামেন্ট সেরাদের জন্য এবারের আসরে থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। চলতি বছর এশিয়া কাপে লড়ছে ৮ দল। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল পাবে ২.৬ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি টাকা। এছাড়া রানারআপ দল পাবে ১.৩ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন সাড়ে ১২ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ লাখ টাকা। গতবারের তুলনায় এবার প্রাইজমানি দ্বিগুণ। দুটি গ্রুপে ভাগ হয়ে টি-টোয়েন্টি...