বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিজের প্রচার-অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। অভিযোগ, অনুমতি ছাড়া বিভিন্ন ওয়েবসাইট তাঁর নাম ব্যবহার করে পণ্য বিক্রি করছে এবং তাঁর এআই-নির্মিত আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের আজ মঙ্গলবার বিচারপতি তেজাস কারিয়ারের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ সেঠি জানান, একাধিক ওয়েবসাইট বিনা অনুমতিতে ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে ব্যবসা করছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ঐশ্বরিয়ারাইওয়ার্ল্ডডটকম নামে একটি ওয়েবসাইটের কথা। যা নিজেদের ঐশ্বরিয়া রাইয়ের ‘অফিসিয়াল ওয়েবসাইট’ দাবি করছে, অথচ অভিনেত্রীর পক্ষ থেকে এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি। আরও উদ্বেগজনক উদাহরণ তুলে ধরে সেঠি বলেন, আরেকটি সংস্থা নিজেদের অফিশিয়াল নথিতে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখিয়েছে। অথচ অভিনেত্রীর এর সঙ্গে কোনো যোগাযোগ বা সম্মতি নেই। আইনজীবী সন্দীপ সেঠি আদালতকে জানান, অজ্ঞাতনামা...