তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সরকারের পতন হয়েছে। আজ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। সরকার জনপ্রিয় প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যম ও প্ল্যাটফর্ম বন্ধ করে দিলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় অলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন। শুধু অলির বাড়িতে নয়, এদিন বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালান। আগুন দেওয়া হয়েছে পার্লামেন্ট ভবনেও। সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নেপো কিডস’ হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলনের ডাক দেন বিক্ষোভকারীরা। এই হ্যাশট্যাগ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ ট্রেন্ডে পরিণত হয়। গতকাল সোমবার নেপালের হাজার হাজার মানুষ বিক্ষোভ জানাতে রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশে রাজপথে নেমে আসেন। বিক্ষোভকারীদের...