বিএনপি ও জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার। দুই পক্ষই ক্যাম্পাসের আশেপাশে লোকবল জড়ো করছে, ছাত্রদল পেশিশক্তির মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এসব অভিযোগ করেন আবু বাকের মজুমদার। তিনি লিখেছেন, “বিএনপি ও জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে। দুই পক্ষই ক্যাম্পাসের আশেপাশে লোকবল জড়ো করতেছে।ডাকসুতে ভাগ বাটোয়ারা করার পাঁয়তারা করতেছে। ছাত্রদল পেশিশক্তির মহড়া দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিচ্ছে ফলাফল প্রভাবিত করার জন্য। আমরা মাঠে আছি। ” এর আগে বিএনপি নেতা মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেন বাগছাসের এই নেতা। এ দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কার্জন হলের সামনে...