সারাদিন নানা আয়োজন, উৎসব এবং উত্তেজনার মধ্যে নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল সাড়ে ৪টার দিকে। ডাকসুর ভোটগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরেও চলছে সমর্থনদের উত্তেজনাকর পরিস্থিতি। দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদলসহ বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দলে দলে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। যদিও শাহবাগসহ বিশ্ববিদ্যালয়েল চারপাশে র্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যাক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে পুলিশের বিশেষ ফোর্স ডিবি, সিটিটিসি, এটিইউসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, যেকোনও ধরণের অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। সরেজমিনে দেখা যায়, বিকালের পর শাহবাগ, হাইকোর্ট মোড়, চানখারপুল, পলাশী মোড়, নীলক্ষেত মোড় এবং নিউমার্কেট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। রাস্তায়, চায়ের দোকানে এবং বিশ্ববিদ্যালয়ের চারপাশে দাঁড়িয়ে তারা...