যার গান কেবল সুরের মায়া ছড়ায়নি, যার গানের কথা হয়েছিল সংগ্রাম-প্রতিবাদের কথা, শোষিত মানুষের মানুষের স্বপ্ন দেখার ভাষা, তিনি উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী ভূপেন হাজারিকা। শববর্ষ আগে এই পৃথিবীতে জন্ম নেওয়া এই শিল্পীর গানের প্রভাব হালের অনেক গানেও রয়েছে বলে মনে করেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক অভিনেতা শিলাজিৎ মজুমদার। কলকাতার দৈনিক আনন্দবাজারকে তিনি বলেন, “আমার মনে হয়, যে কোনো সাঙ্গীতিক ধারা, কোনো নির্দিষ্ট সময়ের প্রচেষ্টা, কোনো সময়ের অভিব্যক্তি, যা আমাদের কানে আসে, তা আমাদের মধ্যে কোথাও না কোথাও থেকে যায়। আমরা চাই বা না চাই। আমাদের ছোট ছোট ভালোলাগাগুলো আমাদের ছুঁয়ে যায়, আমাদের মধ্যে থেকে যায়, ভিতরে ভিতরে লালনপালন করি। কখন যে সেটা কোন জায়গায় বেরিয়ে আসে, আমরা বলতে পারব না। “সুতরাং, একটা কথা তো খুব সত্যি, আজ ১০০ বছর পরেও তার...