এর আগে ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল।’ মুক্তির ঠিক আগের দিন হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয়েছিল এই ছবির প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছিল আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ছবির প্রিমিয়ারে। মারাত্মক আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে। একরাত জেলেও কাটাতে হয়েছে। শুধু তাই নয়, আল্লু অর্জুনকে নিয়ে দক্ষিণের রাজনৈতিক শিবিরগুলিতেও ঝড়় উঠেছিল সেসময়। তারকার...