আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। উপদেষ্টা জানান, তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ব্যাংক একীভূত হলেও গ্রাহকের কোনো ভোগান্তি হবে না বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক একীভূত হলে গ্রাহকদের কোনো টাকা নষ্ট হবে না। অর্থ...