একটা সময় পরিচালক রাজীব বিশ্বাসের সিনেমা মানেই ব্লকবাস্টার। তালিকায় ‘পাগলু’, ‘অমানুষ’, ‘বিক্রম সিংহ’সহ একমুঠো সিনেমা। সব সিনেমা সুপারহিট। কিন্তু সেই পরিচালক দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে দূরে। সেই অভাব মেটাতেই কি আবার ফিরছেন তিনি। তাও আবার ধারাবাহিকে। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিনেমার আদলে ছোটপর্দার ধারাবাহিক নির্মাণ নিয়ে কথা বলেন রাজীব। পরিচালক বলেন, বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে অনেকটাই অন্যরকম। যে কারণে আমার বড় বাজেটের দুটো সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ আর ‘চিতা’র কাজ মাঝপথে বন্ধ রয়েছে। ওই দুটো সিনেমার কাজ শেষ করে তারপর নতুন সিনেমায় হাত দেব। একটু থেমে তিনি বলেন, ছোটপর্দা থেকে তিনি দূরে নেই। অনেক দিন ধরে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের ধারাবাহিক পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তিনি। নতুন জুটি, নতুন ধারার গল্প নিয়ে আবার ধারাবাহিক পরিচালনায় ফিরছেন রাজীব বিশ্বাস। তার নতুন...