ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাত করতে কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভিসির এই বৈঠকের সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কয়েকজন ছাত্রদল নেতা-কর্মী ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাদের নিবৃত্ত করেন। এই ঘটনা সামাজিক মাধ্যম ফেসবুক একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি লিখেছেন, ‘স্যরি টু সে,বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে টেবিল চাপড়াইয়া ক্ষমতা দেখানোর, মাসল পাওয়ার দেখানোর যে রাজনীতি এইটা বাংলাদেশে আর চলবে না।’ আরও পড়ুনআরও পড়ুনআমাদের এতিমের মতো দাঁড়...