০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম স্বাধীনতার ৫৪ বছরে ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের মালিঝি নদীর ওপর একটি সেতু নির্মিত না হওয়ায় নদীর ২ পাড়ের কমপক্ষে ৯ গ্রামের হাজারো মানুষের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, এই যুগে ও তাদের যোগাযোগের ভরসাই শুধু একটি মাত্র বাঁশের সাঁকো! তাও আবার ফি- বছর বর্ষা কালে পাহাড়ি ঢলে ভেঙে যায়। ফলে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে স্থানীয়দের। মালিঝি নদীর ২ পাড়ের বিশেষ করে জিগাতলা, চকপাড়া, হাতিবান্দা নিজপাড়া, ঘাগড়া সরকারপাড়া, প্রধানপাড়া, মোল্লাপাড়া, মোনাঘোষা, মধ্য হাতিবান্দা ও পাগলারমুখ গ্রামের শত শত মানুষ প্রতিদিন ভাঙা নরবরে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। বিশেষ করে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। কৃষকদের কৃষি পণ্য বাজারজাত করতে না পারে...