জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তা সন্তোষজনক। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় ভোট দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করে তিনি এসব কথা জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘ভোট গণনা চলছে, এরপর ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে।’ সারজিস আলম বলেন, ‘ডাকসু হলো একটি অভ্যুত্থানের ফল, যা কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা জেতা-হারার ভয়ে নষ্ট হওয়া উচিত নয়। যদি কেউ এমন করে, তাহলে তার দায় কখনো এড়িয়ে যাওয়া সম্ভব হবে না এবং তা বহন করে সামনে এগোতে হবে।’ তিনি আরও সতর্ক করেছেন, ‘যদি কেউ মনে করেন, নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেবেন না,...