ভারতের স্টাইলিস্ট ক্রিকেটার হার্দিক পান্ডিয়া শুধু তার ব্যাটিং ও অলরাউন্ড খেলার জন্যই নয়, তার ব্যক্তিত্ব, ট্যাটু, ফ্যাশন সেন্স এবং বিশেষ ঘড়ির জন্যও খ্যাত। এশিয়া কাপ ২০২৫-এর প্রশিক্ষণ সেশনে হার্দিককে দেখা গেছে পরা Richard Mille RM27-04 ঘড়িটি। এই ঘড়ি বিশেষত্বে ভরা। টেনিস লিজেন্ড রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে মাত্র ৫০টি ঘড়ি তৈরি হয়েছে। দামও আকাশছোঁয়া—প্রায় ৭-৮ কোটি রুপি! এর ডিজাইন ও ফিচারগুলো একেবারেই ব্যতিক্রমী, যা হার্দিকের স্টাইল ও স্পোর্টস পার্সোনালিটির সঙ্গে পুরোপুরি মানায়। এই ঘড়িটি শুধু সময় দেখানোর কাজ নয়, বরং এক ধরনের স্টেটমেন্ট। হার্দিকের মতে, এই ধরনের ঘড়ি খেলার সময়ও আত্মবিশ্বাস বাড়ায়। Richard Mille RM27-04-এর হালকা ও টেকসই ডিজাইন ক্রিকেটের মতো একটিভ খেলার জন্য একেবারেই উপযুক্ত। Rolex Oyster Perpetual Daytona Cosmograph – মূল্য প্রায় ১ কোটি রুপি। এতে আছে সেল্ফ-ওয়াইন্ডিং মেকানিক্যাল...