ফাহমিদুর রহমান ফাহিম, রাবি ||রাইজিংবিডি.কম দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। ইতোমধ্যেই মনোনয়ন বিতরণ ও দাখিলের কাজ শেষ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এর মধ্যেই রাকসু ভবন ও আবাসিক হলগুলোর ছাত্র সংসদ কক্ষের বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠেছে। রাকসু ভবনে নেই কোনো নামফলক এবং এর অভ্যন্তরের অবস্থাও জরাজীর্ণ।আরো পড়ুন:২৫ ঘণ্টা পর তালা খুললেন আরবি বিভাগের শিক্ষার্থীরারাকসুতে ছাত্রশিবিরের প্যানেলে জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব রাকসুতে ছাত্রশিবিরের প্যানেলে জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পেছনে অবস্থিত রাকসু ভবনে গিয়ে দেখা যায়, ভবনটির বাইরে নেই কোনো নামফলক। ফলে বাইরে থেকে এটি যে রাকসু ভবন, তা বোঝার কোনো উপায় নেই। ভবনটির ভেতরের অবস্থা আরো ভয়াবহ। ময়লা-আবর্জনা ও অব্যবহৃত...