ডাকসু নির্বাচনের ভোট গণনার মধ্যে নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। এর মধ্যে বিকাল সাড়ে ৫টার পর মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আসেন আবিদসহ ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের একাংশ। আবিদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে এসব সন্ত্রাসী অবস্থান থেকে মুক্ত করুন। এ ধরণের যুদ্ধাংদেহী অবস্থান, আমরা অভ্যুথান পরবর্তী বাংলাদেশে আশা করি না।” এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে।...