রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগে পরীক্ষার ফলাফল না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে তালা দিয়েছিলেন চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীনের আশ্বাসে তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।আরো পড়ুন:সাজিদ হত্যার বিচারসহ ১৫ দাবি ইবি সংস্কার আন্দোলনেরইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ ২ দাবি সনাতনী শিক্ষার্থীদের ইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ ২ দাবি সনাতনী শিক্ষার্থীদের এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা পরীক্ষা চারমাস হয়ে গেলেও বারবার আশ্বাস দিয়েও ফলাফল না দিতে পারায় বিভাগের অফিস, ক্লাসরুম এবং সেমিনাররুমে তালা দেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “আমি সকালে কিছু জরুরি কাগজপত্রের জন্য অফিস রুমটা খুলে দিতে...