এবার কাতারের রাজধানীতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দোহা। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। বিস্ফোরণের কিছুক্ষণ পরই একটি বিবৃতি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিবৃতিতে বলা হয়, শিন বেট নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে চালানো অভিযানে হামাসের ‘ঊর্ধ্বতন নেতৃত্বকে’ একটি সুনির্দিষ্ট হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার স্থান উল্লেখ না করলেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এটি গাজার বাইরে ছিল। বিবৃতিতে আরও বলা হয়, বছরের পর বছর ধরে হামাস নেতৃত্বের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী। তারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, দোহায় তাদের আলোচকদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।...