কাতারে ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দোহায় মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা কাতারের রাজধানী দোহায় হামলার খবর পেয়েছে।মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমের একপোস্টেএ তথ্য জানিয়েছে।পোস্টে বলা হয়েছে, তাদের স্থাপনা ও কর্মীদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ (নিরাপদ আশ্রয়ে থাকা) নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তারা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়।এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।তিনি জানান, এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর,...