আসন্ন জাকসু নির্বাচন ঘিরে ভিন্ন ভিন্ন প্যানেল তাদের ইশতেহার প্রকাশ করেছে। এর মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) সমর্থিত প্যানেল বর্তমান ছাত্ররাজনীতির চর্চাকে কঠোরভাবে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো হলে সন্ত্রাস, দখলদারিত্ব, গণরুম ও র্যাগিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যূনতম অধিকারও হরণ করছে। এ অবস্থায় তারা দাবি তুলেছে, গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক ক্যাম্পাস গড়ে তোলার। ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেলটির ইশতেহারে মূল লক্ষ্য হিসেবে উঠে এসেছে জাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্মে রূপ দেওয়া। এজন্য নির্বাচন নিয়মিত করতে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, সিন্ডিকেট ও সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধন এবং পদাধিকার বলে উপাচার্য ও কোষাধ্যক্ষকে যথাক্রমে সভাপতি ও কোষাধ্যক্ষ রাখার বিধান বাতিলের অঙ্গীকার রয়েছে তাদের ইশতেহারে স্পষ্ট। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তারা বাণিজ্যিকীকরণের বিরোধিতা করেছে। সব ধরনের বর্ধিত ফি,...