অবশেষে প্রকাশ্যে এলো শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ এর ট্রেলার। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে বলিউডের অন্দরমহলের নানা কীর্তি উঠে আসার আভাস মিলেছে। সোমবার প্রকাশিত ট্রেলারটি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেখা শুধু নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে আড়াই কোটিবারের বেশী! আর ট্রেলার দেখে কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন! একজন লিখেছেন, নিজের ছেলের প্রথম কাজে শাহরুখতো পুরো ভারতকে একসাথে করে ফেললেন! অন্য আরেকজন লিখেছেন, পৃথিবীতে এমন ইতিহাস বিরল; যে একটি কাজে ছেলে পরিচালক, বাবা অভিনেতা এবং মা সেটির প্রযোজক! হ্যাঁ, এমন হাজার হাজার মন্তব্য এসেছে ‘ব্যাডস অব বলিউড’ এর ট্রেলার-এ! আর এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবার শাহরুখ, সালমান ও আমির খানকে পর্দা শেয়ার করতে দেখা যাবে! এই অসাধ্য সাধনের জন্যও আলোচনায় ‘ব্যাডস অব বলিউড’!...