পর্দা ওঠেছে এশিয়া কাপ টি-টুয়েন্টি ২০২৫ আসরের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়েছে গড়াচ্ছে আসর। উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে ম্যাচ। ৮ দলের অংশগ্রহণে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়া কাপে। ‘বি’ গ্রুপে আছে আফগানিস্তান ও হংকং। বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আসর শুরুর ম্যাচে শক্তিশালী একাদশ সাঁজিয়েছে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে আছেন মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজের মত তারকারা। আফগানিস্তান একাদশ:রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন...