শৈশবে আমি অনেক জোনাকি পোকা দেখেছি। দিনের আলো নিভে গেলেই জোনাকির আলো দেখা যেত। ঝোপঝাড়ের আড়াল থেকে জোনাকি পোকারা এমনভাবে বের হয়ে আসত যে, মনে হত আকাশের তারা নেমে এসেছে পৃথিবীতে। তাদের আলোয় যেন সব ঝিলমিল করত। আমার দাদি বলতেন, জোনাকির আলো অন্ধকার দূর করে। গ্রামের শিশু-কিশোরদের অনেকেই জোনাকি ধরার চেষ্টা করত। এখন সেই দৃশ্য আর দেখা যায় না। জোনাকি পোকা কমে যাওয়ার কারণ খুঁজতে ইন্টারনেটে এ সংক্রান্ত তথ্য খোঁজাখুঁজি করি। বিভিন্ন লেখা থেকে জানতে পারি, অতিরিক্ত কৃত্রিম আলোর কারণে জোনাকি পোকা কমে গেছে। আগে গ্রামে এত আলো ছিল না। এখন বৈদ্যুতিক আলো, মোবাইল টাওয়ারসহ নানা কৃত্রিম আলোয় রাত আলোকিত হয়ে থাকে। জোনাকি পোকা অন্ধকারে থাকতে ভালোবাসে। তাই আলো বাড়ায় তারা টিকতে পারছে না। ধানক্ষেতে ব্যবহৃত কীটনাশকও জোনাকি পোকার ক্ষতি...