নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল চলমান 'জেন জি' আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিবাদী নাগরিকসহ সব পক্ষকে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। খবর দি হিমালয়ান টাইমসের। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে প্রেসিডেন্ট পাউডেল উল্লেখ করেন যে, যেহেতু প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগ ইতোমধ্যে গৃহীত হয়েছে, তাই জাতি এখন আর কোনো রক্তপাত বা ক্ষতি ছাড়াই এই সংকট সমাধানের দিকে মনোযোগ দিতে পারে। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল বলেন, ‘আমি সব পক্ষকে শান্ত থাকার, আরও ক্ষতির হাত থেকে জাতিকে রক্ষা করার এবং আলোচনার টেবিলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। গণতান্ত্রিক উপায়ে নাগরিকদের উত্থাপিত দাবি-দাওয়াগুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমাধান করা সম্ভব।’ এই আবেদন এমন এক সময়ে এলো যখন কয়েক দিনের সহিংস বিক্ষোভের পর অন্তত ১৯ জন নিহত এবং শত...