শ্লীলতাহানির মামলার সাক্ষ্যগ্রহণে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। তার দুই সন্তান অসুস্থ থাকায় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পর, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা পরীমনির সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমনির দুই সন্তানকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তাই পরীমনি নির্ধারিত সময়ে আদালতে হাজির হতে পারেননি এবং তার পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছেন। মামলার আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনি নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সাভার...