মরক্কোর পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে তিউনিসিয়া। ইকুয়েটোরিয়াল গিনির মাঠে যোগ করা সময়ে মোহামেদ আলি বেন রমধানের গোল এনে দেয় ১-০ গোলের এ জয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ এর টিকিট। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’ এ তিউনিসিয়া পৌঁছে গেছে অপ্রাপ্য দূরত্বে। দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার পয়েন্ট ১২ এবং হাতে আছে একটি ম্যাচ। তাদের পক্ষে আর কোনোভাবেই তিউনিসিয়ার সমান হওয়া সম্ভব না। এদিন বদলি নেমে মিডফিল্ডার বেন রমধান ৯৪তম মিনিটে ফিরাস চাওয়াতের পাস থেকে জয়সূচক গোলটি করেন। গত বছর তৃতীয় রাউন্ডে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটিও তিনি করেছিলেন। ম্যাচ শেষে...