নেপালে টানা সহিংস বিক্ষোভের মধ্যে রাজধানী কাঠমান্ডুতে আগুনে পুড়ল দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের ভবন। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে দ্য হিন্দু। এতে দেখা যায়, একটি বহুতল ভবনে দাউদাউ জ্বলছে আগুন। কান্তিপুর পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় ইংরেজি দৈনিক ‘দ্য কাঠমান্ডু পোস্ট’। ভবনটিতে এই পত্রিকার কার্যালয়সহ আরও বিভিন্ন অফিস ছিল। আগুন লাগার পর দ্য কাঠমান্ডু পোস্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। এর আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপালের রাজপথ। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি নিজ দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। তিনি...