বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে। বোয়েসেল-এর অভিবাসন ব্যয় এবং সিআইডির তদন্ত কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক এ সংকটকে আরও ঘনীভূত করছে। মালয়েশিয়ার সম্ভাবনাময় শ্রমবাজারে প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে নতুনভাবে কর্মী পাঠানো শুরু করলেও বাংলাদেশ থেকে কর্মী গমন এখনো শুরু হয়নি। ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে অন্য দেশের শ্রমিকরা স্থান পাচ্ছে অথচ বাংলাদেশি কর্মীরা রয়ে যাচ্ছেন অনিশ্চয়তায়। সরকারি ও বেসরকারি খরচের বৈষম্য: সরকারি সংস্থা বোয়েসেল-এর মাধ্যমে শ্রমিক পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য সরকার অনুমোদিত খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯০০ টাকা যা একেবারেই অবাস্তব এবং কোন যুক্তিতে সরকারি খরচের চেয়ে বেসরকারি অভিবাসন খরচ অস্বাভাবিক কম নির্ধারণ করা হয়েছে তার কোন সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় নাই। অভিবাসন খাত সংশ্লিস্টদের ধারণা...