জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের পক্ষে নিযুক্ত আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়। পরে চেম্বার আদালতে সেটি বাতিল করা হয়েছে।আরো পড়ুন:জাকসু: স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর, পরে প্রত্যাহারজাকসু নির্বাচনের ২ দিন আগে ডোপ টেস্ট নিয়ে যা বলছেন প্রার্থীরা জাকসু: স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর, পরে প্রত্যাহার জাকসু নির্বাচনের ২ দিন আগে ডোপ টেস্ট নিয়ে যা বলছেন প্রার্থীরা জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে সোমবার (৮ সেপ্টেম্বর) রিট করেন অমর্ত্য। এরপর আদালতে শুনানি শেষে অমর্ত্য রায় জন প্রার্থিতা ফিরিয়ে পান। পরবর্তীতে অমর্ত্য রায় জনের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল...