ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাহাস হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদে ‘জামায়াতিকরণ’ হয়েছে বলে অভিযোগ করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিএনপিপন্থী সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহ্বায়কসহ একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সিনেটের তৃতীয় তলায় আলোচনার কক্ষে ছাত্রদলের একাধিক নেতা উপাচার্যের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেছেন। বৈঠকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সকাল থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় অবস্থান নেয়। দলটির নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় শিক্ষার্থীরা ভয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করতে পারেননি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, বাইরে থেকে মেয়ে শিক্ষার্থীরা এলো না। বাস কম এলো। এসময় তিনি উত্তেজিত হয়ে টেবিলে চাপড় দেন। উপাচার্য তৎক্ষণাৎ তাকে...