ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের জন্য রাজধানীর শাহবাগ এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক কর্মী এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিন বিকেল ৪টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সরেজমিনে দুপুরের পর থেকেই ঢাবির প্রবেশমুখ ও আশপাশের এলাকায় উৎসুক জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। কেন এখানে ভিড় করেছে, এমন প্রশ্ন করলে তারা কোন উত্তর না দিয়েই চলে যান। কেউ কেউ আবার বলছেন নির্বাচনে কারা জয়ী হবে, সেটা দেখতে এসেছি, কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই এখানে অপেক্ষা করছি। দীর্ঘ সময় উৎসুক জনতার কথাবার্তা পর্যালোচনা করে দেখা যায়, তারা বেশিরভাগই কোন না কোন রাজনৈতিক দলের কর্মী, সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী। সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা...