কাঠমাণ্ডুর অস্থির পরিস্থিতিতে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দলের হোটেলের সামনে আগুন লাগার ঘটনায়।ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থানরত জামাল ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যায় হোটেলের গেটের সামনেই আগুন জ্বলছে, চারপাশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। ভিডিওতে হোটেলের একজন নারী কর্মী আতঙ্কিত কণ্ঠে হিন্দিতে বলছেন, ‘আগ লাগ গেই, আগ লাগ গেই’, অর্থাৎ আগুন লেগে গেছে। তিনি দ্রুত বের হওয়ার অনুরোধ জানান। জামালও সতীর্থদের উদ্দেশে বলছিলেন, ‘এখানে সেইফ না, আমাদের দ্রুত বের হওয়া দরকার। ’ যদিও পোস্ট করা ভিডিওটি ফেসবুক থেকে কিছুক্ষণ পর রিমুভ করে দিয়েছেন জামাল ভূঁইয়া। এর আগে সড়কে বিক্ষোভ ও সহিংসতার কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি বাংলাদেশ দল। আনফা (নেপাল ফুটবল ফেডারেশন) নিরাপত্তাজনিত কারণে দলকে হোটেল থেকে বের...