চমৎকার ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা র্যাচেল অ্যান্ড্রু পরে বল হাতেও ছড়ালেন আলো। পেস বোলিংয়ে ম্যাচের শেষ দিকে উপহার দিলেন হ্যাটট্রিক। তাতে ভানুয়াতুর অধিনায়কের নাম উঠে গেল ইতিহাসের পাতায়। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করা স্রেফ দ্বিতীয় ক্রিকেটার অ্যান্ড্রু। ২০২৬ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে মঙ্গলবার ইন্দোনেশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। কাকতালীয়ভাবে, একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিকের প্রথম নজিরটিও দেখা গিয়েছিল ভানুয়াতুর একজনের সৌজন্যে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ৫৬ রান করার পাশাপাশি হ্যাটট্রিক করেন সেলিনা সোলমান। ৭৮ রানে জেতা ওই ম্যাচে পেস বোলিংয়ে স্রেফ এক ওভার করে কোন রান না দিয়ে ৪ শিকার ধরেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে এদিনের ম্যাচে খেলেছেন সেলিনাও। তাকে সাক্ষী রেখেই এবার অ্যান্ড্রু নাম লেখালেন রেকর্ডের পাতায়। পাঁচ উইকেট হাতে...