নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। সেখানকার পরিস্থিতি এখন ভীষণ উত্তপ্ত। আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছেন। বাংলাদেশ জাতীয় দল দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল নেপালে। প্রথম ম্যাচ ভালোভাবে হলেও পরের ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। বাংলাদেশ দল দেশে ফিরতে পারেনি, আটকা পড়েছে নেপালে। সেখানে তাদের মধ্যে আতঙ্ক-ভয় কাজ করছে। টিম হোটেলের পাশের একটি ভবনেই আগুন দেওয়া হয়েছে। এমনকি জামাল ভূঁইয়ারা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা সেই খোঁজ করতে এসেছিলেন আন্দোলনকারীরা। পরে তারা ফুটবলারদের দেখে আশ্বস্ত হয়ে আর কোনো ঝামেলা করেননি। জাতীয় দলের ফুটবলাররা এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানা...