শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে। এ পর্যন্ত প্রায় দুই হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এসএমই ফাউন্ডেশন ও দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বায়ার-সেলার সামিট ২০২৫ সমাপনী অনুষ্ঠান এ কথা বলেন উপদেষ্টা। এতে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। আদিলুর রহমান খান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে ৩০ শতাংশ অবদান রাখছে। শিল্প কর্মসংস্থানের ৮৫ শতাংশ সৃষ্টি করছে। এসএমই ফাউন্ডেশন নীতি সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এই পর্যন্ত দুই হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ প্রদান করেছে। শিল্প উপদেষ্টা বলেন, এসএমই...