নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে হঠাৎ করেই বড় ধাক্কা খেল দেশের শেয়ারবাজার। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৫৩৮.২৫ পয়েন্টে। বিশ্লেষকদের মতে, আজকের এ বড় দরপতনের মূল দায়ভার রয়েছে মাত্র ১০ কোম্পানির ওপর। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্যেও এ বিষয়টি উঠে এসেছে। আজ সূচকে সবচেয়ে বেশি চাপ দিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি একাই ডিএসই সূচক থেকে প্রায় ৭ পয়েন্ট কমিয়েছে। এদিন শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ২.২৮ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৭৩ টাকায়। লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৭৬ লাখ টাকার বেশি। সূচকের দ্বিতীয় সর্বোচ্চ পতনের জন্য দায়ী ছিল ইসলামী ব্যাংক। ব্যাংকটি প্রায় ৬ পয়েন্ট সূচক কমিয়েছে। এর শেয়ার দর কমেছে ১ টাকা বা ২.৪২ শতাংশ, দাঁড়িয়েছে ৪০...