পাকিস্তান ক্রিকেটের এক সময়ের প্রতিশ্রুতিশীল পেসার উসমান শিনওয়ারি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি, এবার সীমিত ওভারের ক্রিকেটেও তার অধ্যায় শেষ হলো নীরবে।পাকিস্তানের হয়ে ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি এক টেস্ট, ১৭টি একদিনের ম্যাচ (ওডিআই) ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন ।তার ক্যারিয়ারজুড়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বারবারের পিঠের চোট। তবুও তিনি বিশেষ করে ওডিআই ফরম্যাটে নিজের ছাপ রাখতে সক্ষম হন। ১৭ ম্যাচে তার শিকার ৩৪ উইকেট। এর মধ্যে দুটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।প্রথমবার ২০১৭ সালে শারজায় মাত্র দ্বিতীয় ওডিআইতে ২১ বলের ব্যবধানে ৫ উইকেট নিয়ে (৫/৩৪) বাজিমাত করেন। এরপর ২০১৯ সালে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে তার দ্বিতীয় পাঁচ উইকেট (৫/৫১) আসে, যা ছিল তার শেষ দিকের ম্যাচগুলোর একটি।অবসর...