বাচ্চারা ‘অসুস্থ’ থাকায় আদালতে যেতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। সে কারণে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তাকে জেরা যায়নি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে মঙ্গলবার পরীমনিকে জেরার দিন ধার্য ছিল। তিনি আদালতে না আসায় জেরার দিন পিছিয়ে আগামী বছরে ১০ ফেব্রুয়ারি নতুন তারিখ রাখা হয়। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বলেন, “পরীমনির দুই বাচ্চাকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ। তাদের টেক কেয়ার করতে হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি। “তার পক্ষে সময় চেয়ে আবেদন করি। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাকে জেরার দিন ধার্য করেছেন।” এর আগে গত ২৬ মে এ মামলায় আদালতে আসেন পরীমনি। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় সেদিনও তাকে জেরা করা হয়নি। ২০২১ সালের...