বাংলাদেশ ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্নাতক কর্মসংস্থান বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং আর্থিক সাক্ষরতা উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্ব শিক্ষাঙ্গন ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে দক্ষতা উন্নয়ন কর্মশালা, ক্যারিয়ার ট্রেনিং, ইন্টার্নশিপ এবং চাকরি মেলায় অংশগ্রহণের মাধ্যমে ইউআইইউ শিক্ষার্থীদের জন্য। ইউআইইউ-এর শিক্ষকবৃন্দও উপকৃত হবেন যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা সহযোগিতা এবং আর্থিক সাক্ষরতা ক্যাম্পেইনের মাধ্যমে। এছাড়াও উভয় প্রতিষ্ঠান স্টার্টআপ ফাইন্যান্সিং, সিএসআর কার্যক্রম, ইনোভেশন মেন্টরশিপ এবং ইউআইইউ অ্যালামনাই ও কর্মীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা প্রদানের সুযোগগুলো একসঙ্গে অন্বেষণ করবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ বলেন: “শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ভবিষ্যৎ নেতাদের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। ইউআইইউ-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও শক্তিশালী ট্যালেন্ট...