বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামীকাল ভোর ৫টায় ইকুয়েডরের মাঠে আতিথ্য নেবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দাপুটে অভিযান। আনুষ্ঠানিকতার এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। এর আগে গত বুধবার বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ প্রতিযোগিতা ম্যাচ খেলেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের সেই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে রাজকীয় বিদায়ও দেওয়া হয়। সেই ম্যাচ শেষেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শেষ ম্যাচে মেসির অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তবে শুধু মেসিই নন, ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে আসতে পারে আরও বেশ কিছু পরিবর্তন। ইকুয়েডর ম্যাচ সামনে রেখে স্কালোনি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সম্ভবত আরও কিছু পরিবর্তন করব। কারণ, অন্য খেলোয়াড়দের দেখা জরুরি। যারা এত দিন কম খেলেছে, তারাও মাঠে নামার যোগ্যতা রাখে এবং প্রমাণের সুযোগ পাওয়া উচিত।’...