কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নতুন সভাপতি হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্যাব।এতে বলা হয়, ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ এইচ এম সফিকুজ্জামানকে ক্যাবের সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়েছে। তার নেতৃত্বে ভোক্তা অধিকার আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সভায় নির্বাহী পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন। তারা মনে করেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ক্যাবের ভূমিকা আরও সমৃদ্ধ হবে।এ এইচ এম সফিকুজ্জামান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।ডিএমপির ৬ কর্মকর্তার বদলিসফিকুজ্জামান বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয়...