ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ফরহাদ অভিযোগ করেন, যুবলীগ কর্মীরা ক্যাম্পাসের ৯টি পয়েন্টে অবস্থান নিয়েছেন। ফরহাদ বলেন, ‘ট্রাকে করে লোক আনা হয়েছে। যুবলীগের লোকজন ক্যাম্পাসের ৯ পয়েন্টে অবস্থান করছে। নেতারা সেলফি দিচ্ছেন। বহিরাগত এনে ছাত্রলীগও চেষ্টা করেছিল। আপনারা ছাত্রলীগ হইয়েন না। হলে, ঢাবি শিক্ষার্থীরা তা প্রতিহত করবে। যে কেউ অন্যায় করলে শক্ত অবস্থান নেবো।’ এস এম ফরহাদ আরও বলেন, ‘ক্যাম্পাসে মহড়া দেওয়া কোনোভাবেই কাম্য না। তারা ডাকসুর এজেন্ডা নিয়েই কাজ করুক, অন্য কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হয়ে নয়। প্রশাসনে সবাই একটি দলের। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তা প্রমাণ হলে তার...