ঢাকা : বলিউড সুপারস্টার সালমান খানের ‘দাবাং’ শুধু ব্লকবাস্টারই হয়নি, বরং এটি বলিউডের ‘কপ ইউনিভার্স’-এরও সূচনা করেছিল। ছবির অন্যতম প্রধান আকর্ষণ ছিল চার্টবাস্টার গান ‘মুন্নি বদনাম হুয়ি’ যেখানে মালাইকা অরোরা পারফর্ম করেছিলেন।তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানিয়েছেন, সালমান এবং আরবাজ খান শুরুতে মালাইকাকে এই আইটেম গানটি করতে দিতে রাজি ছিলেন না। পরে কীভাবে মলাইকা তাঁদের রাজি করান, তা-ও তিনি জানিয়েছেন।অভিনব জানান, আরবাজ খান তখন স্ত্রী মালাইকাকে ‘আইটেম গার্ল’ বলে চিহ্নিত করা হোক, সেটা মেনে নিতে পারছিলেন না। তিনি বলেন, ওঁর (আরবাজের) এটা একেবারেই পছন্দ হয়নি যে তার স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসেবে দেখা হবে। সালমান ও আরবাজ, তাঁরা যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে খুব রক্ষণশীল মুসলিম। মালাইকার পোশাক নিয়েও সলমনের সঙ্গে তাঁর মতভেদ ছিল। তাঁরা চাইছিলেন না মালাইকা এই...