আর কিছু সময় পর পর্দা উঠবে এশিয়া কাপের। এশিয়া কাপের মাঠের লড়াই শুরুর আগে হয়ে গেল ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন লিটন দাস। লিটন বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।’ অবশ্য ‘বি’ গ্রুপে শ্রীলংকা-আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরেই দেখছেন না। লিটন বলেন, ‘না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ অতীত ইতিহাসকে পেছনে ফেলে এবার শিরোপা...