বলিউডের শিরোনামে ফের কাঁপুনি লাগালো কাপুর পরিবার। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর এবার সম্পত্তি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্টে হাজির হয়েছেন কারিশমা কাপুরের দুই সন্তান, কিয়ান রাজ কাপুর ও সামাইরা কাপুর।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কিয়ান ও সামাইরা অভিযোগ করেছেন যে, তাদের সৎমা প্রিয়া কাপুর (সঞ্জয়ের তৃতীয় স্ত্রী) একটি জাল উইল তৈরি করেছেন, যার মাধ্যমে তিনি সম্পূর্ণ সম্পত্তির দখল নিতে চাচ্ছেন। তাদের দাবি, প্রিয়া কাপুরের দুই সহযোগী— দীনেশ আগরওয়াল ও নীতিন শর্মার সঙ্গে মিলে উইলটি সাত সপ্তাহ গোপন রাখার পর ৩০ জুলাই ২০২৫-এ এক পারিবারিক বৈঠকে তা উপস্থাপন করেন।কিয়ান ও সামাইরা আদালতে জানান, ‘যে তথাকথিত উইল আমাদের বাবার নামে তৈরি দেখানো হয়েছে, তা আইনি দিক থেকে বৈধ নয়। এটি জাল, কৃত্রিম এবং সন্দেহজনক পরিস্থিতিতে তৈরি।’ তারা আদালতের কাছে দাবি...