ব্রাজিল জাতীয় দলকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ বিশ্বকাপ বাছাইপর্বের চলতি ডাবল-ডেট ফিফা ম্যাচে রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদার মিলিতাওকে বিশ্রাম দিলেও বার্সেলোনার রাফিনহাকে খেলিয়েছেন। আর এটিই স্পেনের গণমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে আগেই কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল। তাই চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলো কার্যত আনুষ্ঠানিকতা মাত্র। এ অবস্থায় রাফিনহাকে ডেকে নেওয়া হয়েছে, অথচ রিয়াল মাদ্রিদের তারকারা বিশ্রামে—এতে "অসাম্যপূর্ণ আচরণের" অভিযোগ তুলেছে কাতালান সংবাদমাধ্যম। চিলির বিপক্ষে মারাকানায় ৩-০ গোলের জয়ে ৭৮ মিনিট খেলেছেন রাফিনহা। এখন বলিভিয়ার উচ্চভূমিতেও তাকে মাঠে দেখা যেতে পারে। অন্যদিকে ভিনিসিয়ুস, রদ্রিগো ও মিলিতাও থাকছেন মাদ্রিদেই। মুন্ডো দেপোর্তিভো লিখেছে, রাফিনহার এই সফর শারীরিক ও লজিস্টিক দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জ। টাইম জোনের পার্থক্য, আবহাওয়ার পরিবর্তন...