প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পরও শান্ত হচ্ছে না নেপালের পরিস্থিতি। রাজধানী কাঠমাণ্ডুতে পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়েছে শত শত বিক্ষোভকারী। পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছে তারা। গোটা পার্লামেন্ট ভবন ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। মঙ্গলবার সকাল থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে। ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। নেপালের গণমাধ্যমের খবরে দেখা যায়, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। বের হয় মোটর শোভাযাত্রা। অনেকে রং ছিটিয়ে আনন্দ করেন। পার্লামেন্ট ভবনের চারপাশে মটরবাইক চক্কর দিতে দেখা গেছে। কেউ কেউ বাগান থেকে তুলে নেওয়া গাছ বহন করছিল এবং ভবনের ভেতরে থাকা চিত্রকর্ম তুলে নিয়ে যাচ্ছিল। পার্লামেন্ট ভবনের প্রবেশপথের চারপাশে বিক্ষোভকারীদেরকে নাচতে এবং স্লোগান...