ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ফ্যাশন সচেতনতাতেও আলোচনায় থাকেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার হাতের ঘড়ি। রিপোর্ট বলছে, এর দাম নাকি এশিয়া কাপজয়ী দলের পুরস্কারের আট গুণ!আজ থেকে শুরু হওয়া এশিয়া কাপ ২০২৫ এর আগে ভারতীয় দলের অনুশীলনে হার্দিকের হাতে দেখা যায় রিচার্ড মিলের লিমিটেড এডিশন মডেল আরএম ২৭-০৪। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর মূল্য প্রায় ২০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকা। অথচ এশিয়া কাপজয়ী দল পুরস্কার হিসেবে পাচ্ছে মাত্র ২.৬ কোটি রুপি (প্রায় ৩.৪ কোটি টাকা)। অর্থাৎ, হার্দিকের এই একটি ঘড়ির দামই চ্যাম্পিয়ন দলের পুরস্কারের আট গুণ বেশি!৩১ বছর বয়সী হার্দিক ইতিমধ্যেই ভারতীয় দলের অন্যতম ভরসা। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৪ ম্যাচ খেলে করেছেন ১,৮১২ রান, স্ট্রাইক রেট ১৪১.৬৭। আরও ১৮৮ রান পেলেই পৌঁছে যাবেন ২...